আর্জেন্টিনাকে নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল খেলার আগে। বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হয় আর্জেন্টিনা বনাম সৌদিআরব এর মধ্যকার আকর্শনীয় ম্যাচ। সকলের ধারণা আর্জেন্টিনার জয় নিশ্চিত। কিন্তু বাস্তবতা কি আর সব সময় কল্পনার সঙ্গে মেলে! এ ম্যাচেও মিলল না। বিশ্বের বেশির ভাগ ফুটবলপ্রেমী বা অনুসারী মেসির শেষের শুরুর এ ম্যাচের যে পাণ্ডুলিপি লিখে রেখেছিলেন, দৃশ্যায়নটা সেভাবে হলো কই! আবারও নিজস্ব খেয়ালে মেসির শেষের শুরুর গল্প লিখলেন হতাশার রঙে। বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে তাই আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে দিল সৌদি আরব।
0 মন্তব্যসমূহ