Header Ads Widget

Responsive Advertisement

কাতার ফুটবল বিশ্বকাপে টিম গ্রুপ 2022: বিশ্বকাপের গ্রুপ পর্ব ২০২২:

 কাতার ফুটবল বিশ্বকাপে টিম গ্রুপ  ২০২২ : 

worldcup


ফুটবল বিশ্বকাপ:  নামটা শুলেই ভেসে ওঠে প্রায় শত বছরের ইতিহাস। ১৯৩০ সালে উরুগুয়েতে ১৩- ৩০জুলাই অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ। সে বছর ফিফা স্বাগতিক দেশ হিসাবে উরুগুয়েকে নির্বাচিত করেছিল। 

 এবার ২০২২ সালের ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। শোনা যাচ্ছে সর্বকালের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। হবেইবা না কেনো, কাতার বলে কথা। যেখানে ধুধু মরুভূমির বুকে গড়ে তোলা হয়ে সব স্টেডিয়াম। তাছাড়া ফুটবল প্রেমিদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। 

 রবিবার শুরু বিশ্বকাপ ফুটবল। প্রায় এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। প্রথম দিন মাঠে নামছে আয়োজক দেশ কাতার। তাদের সামনে ইকুয়েডর। এই ম্যাচ বাংলাদেশী সময় রাত ১০টা এবং ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত হবে।

 বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। মোট ৩২টি দলকে আটটি গ্রুপে রাখা হয়েছে। 

 ১। গ্রুপ এ-তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। 

 ২। গ্রুপ বি-তে আছে ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস।

 ৩। গ্রুপ সি-তে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। 

৪। গ্রুপ ডি-তে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টিউনিসিয়া।

 ৫। গ্রুপ ই-তে স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান। 

 ৬। গ্রুপ এফ-এ বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।

 ৭। গ্রুপ জি-তে ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন।

 ৮।গ্রুপ এইচ-এ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া। 

 গ্রুপ পর্বের ম্যাচ  চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রি-কোয়ার্টার ফাইনাল ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনাল ৯ ও ১০ ডিসেম্বর। দু’টি সেমিফাইনাল ১৩ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। 

ফাইনাল ১৮ ডিসেম্বর।

FIFA WORLDCUP 2022 QATER

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ